সবুজ আহম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাও)::
জেলার পীরগঞ্জে চতুর্থ বারের মতো বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে সমাজসেবামূলক সংগঠন ‘আইপজিটিভ’। গতকাল দুপুরে উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক কলেন্দ্রনাথ রায়,সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম,আইপজিটিভ’র সভাপতি অলিউল ইসলাম অর্নব,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সজীব,পরিচালক মাহমুদুল হাসান মিলন প্রমূখ।
প্রসঙ্গত,৪র্থ বারে দুই পর্বে এক হাজার চারা গাছ বিতরণ করলো আইপজিটিভ।