সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাও প্রতিনিধি::
জেলার পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।
১৯ জুলাই বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এমপি ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তার বক্তব্যে বলেন, এ উপজেলার প্রায় ২ লাখ মানুষের বার্ষিক মাছের চাহিদা ৫৩৩৩ মেট্রিক টন। কিন্তু মাছের উৎপাদন কম হওয়ায় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে ৩১৬৯ মেট্রিক টন । মানুষের চাহিদা অনুযায়ী ২১৬৪ মেট্রিক টন মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে। মাছের ঘাটতি পূরণে খাঁচায় মাছ চাষ ও নানা প্রযুক্তির কথা বলেন তিনি। এতে আগামী দিন মাছের ঘাটতি পূরণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *