সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি::

জেলার পীরগঞ্জে জনস্বার্থে উদ্বোধন হল ল্যাম্পপোস্ট এর ৩য় বিনামূল্যে দৈনিক পত্রিকা পাঠ ওয়াল স্ট্যান্ড। সাপ্তাহিক চাকরির পত্রিকাও থাকবে এখানে। পীরগঞ্জ সমবায় মার্কেটের ওয়ালে নিজ হাতে পত্রিকার পৃষ্টা লাগিয়ে এর কার্যক্রম উন্মোচন করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম। এই চলমান উদ্যোগে মেয়র কর্তৃক ভূয়সী প্রশংসায় সিক্ত হন ল্যাম্পপোস্ট এর নিরলস কর্মী বৃন্দ।
উল্লেখ্য যে, পৌরসভার পূর্ব চৌরাস্তা মসজিদ ওয়াল এবং ফায়ারসার্ভিস সড়কের শিমুলতলা নামক স্থানে অপর দুটি স্ট্যান্ড গত ২ বছর যাবৎ দৈনিক পত্রিকা পাঠ, চাকরির খবর সহ সমসাময়িক বিষয় চর্চার অন্যতম মিলন মেলায় পরিণত হয়েছে।
৩য় স্ট্যান্ড স্থাপনায় আর্থিক সহযোগীতা করে ল্যাম্পপোস্ট পরিবারকে চিরকৃতজ্ঞ করেন মেসার্স অর্পণ ট্রেডার্স ও জনাব আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন