মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
অদ্য ২৪ জুন ২০২২ খ্রি. তারিখ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সদর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন চরের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুড়িগ্রাম নিজে উপস্থিত হয়ে কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার(চিড়া,গুড়,মুড়ি,বিস্কুট), তেল,চিনি,পানি বিশুদ্ধকরণট্যাবলেট, সাবান, মোমবাতি, লাইটার্স, বিতরণ করেন এবং বন্যার্তদের খোঁজখবর নেন, এবং পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, জেলা পুলিশ, কুড়িগ্রাম সবসময় বন্যার্তদের পাশে আছে এবং থাকবে।

এসময় পুলিশ সুপার সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সফি খাঁন,মতলুবুর রহমান সফি খান। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার(সার্কেল এএসপি),থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুনাক সহসভাপতি সহ অন্যান্য পুনাক সদস্য বৃন্দ,স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন