স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দেশের মাটিতে আবার শ্রীলংকার পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চ্যালেঞ্জ।
সেখানে কেমন হবে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট?
বাংলাদেশ সময় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে রাত ৮টায় গড়াবে প্রথম টেস্ট।
আর তার আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। এমআরআই রিপোর্টে লুম্বার স্পাইনে চোট ধরা পড়েছে তার, যা থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। অর্থাৎ উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
তার বদলে টেস্ট দলে ফিরেছেন এনামুল বিজয়। আট বছর পর ফিরলেও প্রথম টেস্টে দেখা যাবে না তাকে। কারণ তিনি এখনো বাংলাদেশেই অবস্থান করছেন। আগামীকাল ১৭ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়ে যাবেন তিনি।
এই সফর থেকে ছুটি নিয়েছেন শ্রীলংকা সিরিজে দুই সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। হজব্রত পালনে ব্যস্ত থাকবেন তিনি।
ইনজুরির কারণে পেস ডিপার্টমেন্টও নড়বড়ে। সফরে নেই দলের অন্যতম সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
যে কারণে দলে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে তাকে।
প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।