কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২০ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবার্ষিকী উপলক্ষে রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। শুক্রবার (৫-জুন) বিকেলে উপজেলার বিভিন্ন খোলা মাঠ, রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো হয়।বিনামূল্য পরিবেশ বান্ধব আম, জাম, লিচু,মেহগনি, জাঁতনিম, পেয়ারা, বহেরা, কৃষ্ণচুরা ও আমলকীসহ বিভিন্ন প্রজাতের প্রায় দেড় শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম,আঃ রশিদ রাফি, মতিউর রহমান মতি, ইফতে আরা ইলা, সুজন আহমেদ, সাবিফ, রোকনুজ্জামান,ফারুখ আহমেদ, ফয়েজ আলম, সাদ্দাম হোসেন, ইমরান ও তুহিনসহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর।
উপজেলার সাবেক সভাপতি মাইদুল ইসলাম জানান, বাংলাদেশের সৌন্দর্য আরো বাড়িয়ে দিতে এবং সোনার বাংলাকে সুন্দরভাবে সাজাতে, মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছি। জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন। যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। জীবন ও পরিবেশের জন্য বৃক্ষ রোপণের বিকল্প নেই। তাই পৃথিবীতে মানুষের বসবাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে রৌমারীর বিভিন্ন স্থানে শতাধিক বৃক্ষরোপণ অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন