কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন রাজারহাট উপজেলার তিস্তা নদীর আকস্মিক বন্যা ও ভাঙনকবলিত গতিয়াশাম এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।শনিবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা শেষে ঘড়িয়াল ডাঙ্গা ইউপির গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর তীরে অবস্থিত নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যানন্দ ইউপির কালীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। এসময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনীম, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার,রংপুর বিভাগের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *