রিফাত হাসান খন্দকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২০ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার সহযোগিতায় উপজেলা চত্বরে ভাঙ্গামোড় ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২টি অসহায় পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান সহ আরও অনেকে।