ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে অবৈধভাবে পাকা রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট করার অভিযোগ উঠেছে। বাজারে তীব্র যানজট ও চলাচলের বিঘ্নতা ঘটায় গতকাল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়, বাজারের জিড়ো পয়েন্ট থেকে খড়িবাড়ি বাজার রোডের দুইপাশে ফলমূলের দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে রাস্তার দু’পাশে বড় বড় দোকানঘর উত্তোলন করে দোকানের সামনে পাকা রাস্তা দখল করে মালামাল সংরক্ষণ ও বিক্রয় করছেন। ফুটপাতে বড়বড় ঝুড়ি রেখে ফুটপাত দখলে নিয়েছেন দোকানদাররা। একদিকে ফুটপাত দখল করে দোকানপাট, অপরদিকে রাস্তায় রিকশা, অটোরিকশা, অটোসহ বিভিন্ন যান দাঁড় করিয়ে রাখার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারীদের।
কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা বলেন, ফুটপাত দোকানদারদের দখলে থাকায় প্রতিনিয়ত রিকশা-ভ্যান সহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচলে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। দোকানদারেরা বিভিন্ন প্রভাব খাটানোর কারণে কেউ কিছু বলার সাহস পায় না।
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদার রহমান কাজল বলেন, কতিপয় ব্যাবসায়ী অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের ভোগান্তির সৃষ্টি করেছে। তাই জনসাধারণের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা দেখবো।