ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার সকাল সাড়ে ১১টায় একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, যুব মহিলালীগের সভাপতি পারুল খন্দকার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জামাত-বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতি আহ্বান জানান।