জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে শনিবার ২৮ রজমান ফুলবাডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু ,ছাত্রদলের যুগ্ন আহয়ক রমজান আলী রনি, সদস্য সচিব শ্রীবষ্ণু চন্দ্র সেনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোঃ রবিউল ইসলাম।