রিফাত হাসান খন্দকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ক্লাবের সভাপতি শরিফুর রহমান শাওনের জন্মদিন উপলক্ষে খিচুড়ি বিতরণ করেছে ক্লাবের সদস্যরা। সোমবার বেলা দুইটা থেকে বিকেল পর্যন্ত গংগারহাট বাজারের ব্রীজের পশ্চিমে অটো, ভ্যান, রিকশা চালক ও পথচারীদের মাঝে ৫০০ প্যাকেট খিচুড়ি বিতরণ করা হয়। এর আগে ওই এলাকার দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ির প্যাকেট বিতরণ করেন তারা।

এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, দাসিয়ারছড়া ছাত্রলীগ ইউনিটের আহ্বায়ক জাকির সরকার, কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান বিল্লাহ, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, নবজাগরণ ক্লাবের সদস্য রবিউল ইসলাম ও জাতীয় শ্রমিক লীগ কাশিপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব দিপু সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ওই এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে নব জাগরণ ক্লাব। মাদক ও চোরাচালান প্রতিরোধ ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও তরুণ যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন ক্রীড়া আয়োজন করে থাকেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *