জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব ১৭ বালক এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ মে বিকাল সাড়ে চারটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে ফাইনাল খেলা মোকিবিলা করেন কাশিপুর ইউনিয়ন ফুটবল দল একাদশ বনাম বড়ভিটা ইউনিয়ন ফুটবল একাদশ । নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে উভয়দল গোল করতে না পারায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে কাশিপুর ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান , ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশীদ হারুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি প্রদান করা হয়।