ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে পয়ষট্টি উর্ধ্ব বয়সী অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠ প্রাঙ্গনে।
অজ্ঞাত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে
এতথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এরশাদুল হক।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মুখে ও শরীরে বিষের অধিক দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষ পানেই তিনি আত্মহত্যা করেছেন। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, বিষপানে অজ্ঞাত এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।