নিজস্ব প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমি’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২০) বিকেলে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমি একাদশ বনাম ফুলবাড়ি আদর্শ একাদশ এর প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

খেলার শুভ উদ্বোধন করেন উপ-কর কমিশনার ও একাডেমির সভাপতি মিজানুর রহমান উল্লাস। উদ্বোধনের আগে তিনি ফুটবল ফাইটার্স একাডেমীকে ফুটবল খেলার যাবতীয় সরঞ্জামাদি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ফুটবল ফাইটার্স একাডেমি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর, দাসিয়ারছড়া কালীরঘাট বন্ধুমহল ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক জাকির সরকার, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, ক্রীড়া সংগঠক সাজ্জাদ হোসেন প্রামানিক, শামীম হোসেন, তাসকিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন