ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। রবিবার ও সোমবার উপজেলা গেট সংলগ্ন তাদের অফিস কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্তরের ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে ৪’শ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরন করা হয়।
এসময় ফুলবাড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক লেচু, সহসভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।