এস এম আসাদুজ্জামান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক সেবনকারীকে আটক করেছে। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল রবিবার দিবাগত রাত ১২ টায় উপজেলার নেওয়াশী বাজারের মুচির মোড় থেকে ২৫ পিচ ইয়াবাসহ ওই ৩ জনকে আটক করেছেন তারা। আটককৃতরা হলেন- উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নুর ইসলামের ছেলে ফারুক হোসেন(২২) ও একই গ্রামের শাহালম মিয়ার ছেলে আব্দুল হাকিম(৩৪),বোয়ালভীর গ্রামের রহিমুল্লাহ মিয়ার ছেলে রফিকুল ইসলাম(৩৩)।
কুড়িগ্রাম ডিবি পুলিশের এ এস আই শাহাদাত হোসেন জানান, ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং-০৭) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *