ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও এনআইএলজি’র আয়োজনে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচী প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন(এসডিসি)’র সহায়তায়, ওয়াটার এইড বাংলাদেশ এর বাস্তবায়নে, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে ও এমজেএসকেএস’র মজিবর রহমানের সঞ্চালনায় এসময় ওয়াটার এইড বাংলাদেশ এর পারস্পরিক শিখন কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান, এমজেএসকেএস এর উপ- পরিচালক শ্যামল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন