ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
গতকাল রোববার কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ীতে অনুষ্ঠিতব্য তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষ‌য়ের নৈর্ব্যক্তিক প্রশ্নপ‌ত্রের উত্তর পরীক্ষার্থীদেরকে বলে দেয়ার অপরাধে দুই শিক্ষক‌কে কক্ষ প‌রিদর্শ‌কের দা‌য়িত্ব
থে‌কে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবা‌ড়ি মিয়াপাড়া না‌জিমু‌দ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র স‌চিব জামাল উদ্দিন জানান ,আই‌সি‌টি বিষ‌য়ের পরীক্ষা চলাকালীন কে‌ন্দ্রের ২ নং ক‌ক্ষ প‌রিদর্শক বড়‌ভিটা উচ্চ বিদ্যাল‌য়ে শিক্ষক তপন কুমার এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৮ নং ক‌ক্ষের প‌রিদর্শক ম‌মিনুল ইসলাম পরীক্ষার্থী‌দের নৈর্ব্যক্তিক (বহুনির্বাচনি) অং‌শের উত্তর ব‌লে দেওয়ার সময় কে‌ন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপ‌জেলা মৎস্য অফিসার মাহামুদুন্নবী মিঠু তাদেরকে দেখে ফেলেন। প‌রে ওই কর্মকর্তার নি‌র্দেশে চলতি পরীক্ষা সহ পরবর্তী পরীক্ষার দা‌য়িত্ব থে‌কে শিক্ষকদ্বয়কে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে।দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন্নবী মিঠু বলেন, পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করার কারনে তা‌দের‌কে আজ‌কের পরীক্ষা সহ পরবর্তী সকল পরীক্ষার দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *