ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুই ব্যক্তিকে আটক করেছে ।
পুলিশ সুত্রে জানাগেছে,গত মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার বালারহাট বাজার থেকে ওবায়দুল হক (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। সে উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাট থানার জিআর ১৮/১১ নং মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী।
অপর দিকে সোমবার গভীর রাতে কুড়িগ্রামের ডিবি পুলিশের একটি টহল দল উপজেলার পানিমাছকুটি এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি উপজেলার পানিমাছকুটি গ্রামের মৃত করিমের ছেলে সাজু মিয়া(৩৭) ।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইন্চার্জ(ওসি) খন্দাকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।