কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
রবিবার ৭ ফেব্রুয়ারি দুপুর ২ টায় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।