ফুলবাড়ী (কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে আটক হয়েছে একজন। সোমবার সকাল ৫.০০ ঘটিকায় লালমনির হাট ১৫ বিজিবি ব্যাটারলিয়নের অধীনস্থ কাশীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলামের নেত্রীত্বে কুটিচন্দ্রখানা মোহরটারী জামে মসজিদ সংলগ্ন মেইন রোডে ০৫ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটর সাইকেল আটক করা হয়। আটকৃত আশাদুল হক (৩৩) রামখানা ইউনিয়নের আবুবক্কর সিদ্দিকের পুত্র। কাশিয়াবাড়ী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শঙ্কর কুমার দে জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিল ৩ (ক)/২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।