ফুলবাড়ী (কুড়িগ্রমি) প্রতিনিধি ঃ
করোনা যুদ্ধে ব্যাপক ভুমিকা রাখায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে কুড়িগ্রাম পুলিশ সুপারের পক্ষ থেকে খাবার জন্য পুষ্টিকর ফুলমুলের ঝুরি প্রদান করেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার পরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ে ৯ জন ডাক্তার ও ২ জন ল্যাব সহকারীকে এগুলো প্রদান করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, করোনার বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাওয়ায় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কর্মরত চিকিৎসক ও ল্যাব সহকারীকে উন্নত মানের পুষ্টিকর ফলমুলের ঝুরি প্রদান করা হয়েছে। কেননা তাদের অবদান জাতী কৃতজ্ঞতার সহিত মনে রাখবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামসুন্নাহার, ডাঃ রাজু, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ ফজিলাতুন্নেছা বর্ণা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম প্রমুখ।