ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ একটি অটোরিকশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যরা। এসময় অটোরিকশা চালকসহ ৩ জনকে আটক করেছেন তারা। শনিবার সকালে উপজেলার যতিন্দ্রনারায়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামের নুর মোহাম্মদের ছেলে অটোরিকশা চালক দুলাল হোসেন(২০), একই ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মোবারক আলীর ছেলে সোহেল রানা (২২) এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর যুগিটারী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ – পরিদর্শক মোকছেদ আলী জানান, শনিবার সকালে লালমনিরহাট গামী ওই অটোরিকশাটি তল্লাশী করে চালক ও অপর দুই যাত্রীর নিকট থেকে পৃথক পৃথক তিনটি পোটলায় মোট আড়াই কেজি গাঁজা উদ্ধার করে অটোসহ তাদের আটক করা হয়। পরে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।