ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই এলকার জাহেদুল হকের মেয়ে ও পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রনজিনা আক্তার (১৩) এর সাথে পশ্চিম ফুলমতি এলাকার হযরত আলীর ছেলে মৃদুল হাসান(১৬) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের জের ধরে কথা বলার জন্য গত রবিবার রাতে মৃদুল ফোন করে মেয়েটিকে কৌশলে বাড়ীর বাহিরে ডেকে আনে। বাড়ীর পিছনের বাঁশ ঝাড়ের পাশে ধান ক্ষেতের আইলে বসে কথা বলার এক পর্যায়ে মৃদুল মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়।
এ নিয়ে দফায় দফায় গ্রাম্য সালিস বৈঠক চলে। কিন্তু ধর্ষিতা ও ধর্ষক উভয়েই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়নি। পরে গত মঙ্গলবার রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ধর্ষককে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ধর্ষককে জেল হাজতে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।