ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান বাবু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ও লেবু মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছে। তিনি উপজেলার চন্দ্রখানা বালাটারী এলাকার আলহাজ্ব আলতাফ হোসেনের ছেলে।
বুধবার রাত সাড়ে ১১টায় তিনি ফুলবাড়ী – বড়বাড়ী সড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের টিকটিকি নামক স্থানে নিহত হন।
মৃতের পরিবার জানান, আতিকুর রহমান ও তার ফুফাতো ভাই লেবু মিয়া(৩০)সহ বড়বাড়ী থেকে অটোবাইক যোগে বাসায় ফিরছিলেন। এ সময় টিটিকি নামক স্থানে পৌঁছালে একটি কনস্ট্রাকশন ফার্মের ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কাউনিয়া এলাকায় তার অবস্থার অবনতি হলে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে মারা যান তিনি।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় সড়ক দুঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।