ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে গোসল করতে এসে লালমনিরহাটের এক স্কুলছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ হওয়া ওই স্কুলছাত্রের নাম রাকিব(১৬) এবং তার বাবার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সুখান দিঘি এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তারা মোট ৯ জন গোসল করতে আসে। এদের মধ্যে ৬ জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করা হয়। সে দুবার উঠে আসে। একপর্যায়ে সে কিছুটা দুরত্বে গিয়ে হারিয়ে যায়।খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা।
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম এসেছে।নিখোঁজ রাকিবকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।