ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শনিবার গভীর রাতে ভারতীয় দুইটি গরু জব্দ করে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা গেছে,গোরকমন্ডপ ক্যাম্পের টহলরত বিজিবির নায়েক সুবেদার আব্দুল কুদ্দুসের নের্তত্বে আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯ এর সাব পিলার ২ এসের গোরকমন্ডপ নামাটারী সীমান্ত থেকে ভারতীয় দুইটি ভারতীয় গরু জব্দ করে। এ সময় ভারত থেকে পাঁচারবারীরা দুইটি গরু নিয়ে ওই সীমান্তে দিয়ে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা গরু দুইটি আটক করে । এ সময় গরু পাঁচারকারীরা বিজিরি’র ধাওয়া খেয়ে গরু দুইটি ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত গরু গোরকমন্ডপ ক্যাম্পে নিয়ে যায়। ভারতীয় গরু দুইটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা বলে জানান বিজিবি।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।