ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ০৪ জুয়াড়ী এবং ১২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। রবিবার সকালে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার টনকার মোড় এলাকার কুখ্যাত মাদক কারবারী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফুল হক (৪৮)’র বাড়ীতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এসময় তার বাড়ীর পার্শবর্তী সুপারী বাগানের ভিতর থেকে ১২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আশরাফুল ছিট চন্দ্রখানা বানিয়াটারী গ্রামের আফজালুল হক মাষ্টারের ছেলে। অন্যদিকে শনিবার রাত ৯টার দিকে উপজেলার নওদাবশ গ্রামের ইটভাটা এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানার অপর একদল পুলিশ। এসময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ওই গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে শাহালম (৬০) মৃত নুর জামালের ছেলে জাহিদুল (৩২) মৃত নেহাল উদ্দিনের ছেলে শমসের আলী (৫০) ও কাছিমুদ্দিনের ছেলে আলমগীর হোসেন আলম (৩৫) কে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে জুয়ার সরজ্ঞাম ও ৩ হাজার ৯২০ টাকাও উদ্ধার করা হয় এসময় ।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *