কবি- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
আর আসবে না।
আর তুমি ভালোবাসবে না ;
আর মধুর মধুর বাতাসে শিহরণ জাগবে না,
ভোরের কোকিল আর কোনোদিন
কুহু কুহু স্বরে ডাকবেনা।
মধুমালতির লতায় পাতায় ফুলের কুঁড়ি জাগবে না।
দীঘির জলে শাপলাগুলো পাপড়ি মেলে হাসবে না।
চম্পা বেলির মধুর সুবাস ভেসে ভেসে আর আসবে না।
নির্দ্বিধায় বললে তো, তুমি আর কোনোদিন আসবে না-
আর ভালোবাসবে না।
গভীর ভালোবাসার বিনিময়ে
ছোট্ট কৃতজ্ঞতা জানিয়ে
চলে গেলে। যাও যাও….
ঠিকই আমি হারিয়ে যাবো,
জনসমুদ্রে মিশে যাবো।
হয়তো অনেক কিছু পাবো
সুখ ঐশ্বর্যে ঘর ভরাবো।
কিন্তু, বিশ্বাস যেটা খুইয়ে দিলে,
তা কি তুমি ফিরে পাবে?
সারা জীবন অবিশ্বাসী হয়েই বেঁচে থাকবে।
বিছানায় গা এলিয়ে দিলেই
চোখের সামনে ভাসবে
ব্যথিত মানুষটার মুখ,
যাকে বিশ্বাস করিয়েছিলে তুমি তার ই চিরদিন।
আজ চলে গিয়ে
সেই বিশ্বাসে আঘাত হেনে করলে চুরমার।
যাও যাও
সইতে পারবে তো ?
অভিমানী বুকের দীর্ঘশ্বাস।।