ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেখে দুঃস্থ ও অসহায় পরিবারকে ১টি ভ্যান, খাবাব ও নগদ অর্থ প্রদান করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল আমিন সাদ। আজ রোববার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মমিনুল ইসলাম রাঁঙ্গার পরিবারকে এগুলো দেন তিঁনি। মমিনুল গত ১৬ই ফেব্রয়ারী ধরঞ্জী বাজারে তার পরিবারের একমাত্র উপার্জনের বাহন ভ্যানটি রেখে বাজার খরচ করতে গেলে কে বা কারা তার ভ্যনটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ভ্যানটির উপর নির্ভর করে তার পরিবার ও মমিনুলের মৃত বোনের দেড় বছর বয়সী ভাগ্নীর প্রতিদিনের দুধের জোগান হত। কিন্তুু ভ্যানটি চুরি হওয়ায় নতুন ভ্যান কেনার সামর্থ্য না থাকায় তার পরিবার ও ভাগ্নীর ভরণ পোষণে দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে গত ১৭ই ফেব্রুয়ারি উপজেলার রতনপুর গ্রামের মিজানুর রহমান সরকার নামের এক ব্যক্তি নিজের ফেসবুক ওয়ালে একটি মানবিক পোষ্ট করেন। আর তা দেখেই মানবিকতার টানে পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাঈন আল আমিন সাদ নিজ অর্থায়নে স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় এ পরিবারটির হাতে ১টি ভ্যান, ২৫কেজি চাল ও নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মুন্সি, ফেসবুকে পোষ্টকারী মিজানুর রহমান সরকার, সাবেক ছাত্রনেতা ওয়াহেদুল ইসলাম খোকন প্রমুখ।
নতুন ভ্যান পেয়ে মমিনুল ইসলাম রাঙ্গা জানায়, আমি খুব খুশি। আল্লাহ যেন ওনার ভাল কলে। ভ্যানটি হারিয়ে পাগল প্রায় ছিল, সংসার ও এতিম পেয়েটির খাবার জোগার করতে পারত না । আল্লাহ এই ব্যক্তির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, জানায় মমিনুলের বাবা তমিজ উদ্দিন।
ফেসবুকে পোষ্টকারী মিজানুর রহমান বলেন, আমার ফেসবুক পোষ্টের মাধ্যমে একটি পরিবারের উপকার করতে পেরেছি এজন্য সাদ ভাই কে ধন্যবাদ।
পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল আমিন সাদ বলেন, ফেসবুকে পোষ্টটি দেখার পর থেকে এই অসহায় দুঃস্থ্য পরিবারটির জন্য কিছু করব, এই ভাবনা থেকেই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পরিবারটির হাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই সামান্য উপহার দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।