তালাত মাহামুদ রুহান,কুড়িগ্রাম
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। কুড়িগ্রামে চলছে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন। ফলে বাজার নিয়ে ভোগান্তিতে পড়েছে অসংখ্যা মানুষ, বাজারে জনসমাগম বৃদ্ধির কারণে করোনায় ঝুঁকি বেড়েই চলেছে। এমতাবস্থায় ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

পবিত্র মাহে রমজানে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ব্যতিক্রম উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রাম শহরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারির মাধ্যমে পৌঁছানো হচ্ছে নিত্যপণ্য বাজার। প্রতিদিন সকাল ১০ঘটিকা হতে দুপুর ১ঘটিকা পযর্ন্ত সর্বোচ্চ ২টি প্যাকেজ অর্ডার করতে পারবে কুড়িগ্রাম শহরবাসী। দুপুর ২:৩০ঘটিকা হতে ৪ঘটিকার মধ্যে পৌঁছানো হবে অর্ডারকৃত পণ্য।

প্যাকেজে রাখা হয়েছে , পেঁয়াজ ৫০০গ্রাম ২৫ টাকা, রসুন ২৫০ গ্রাম ২৯.২৫ টাকা, পটল ৫০০ গ্রাম ১৫ টাকা আলু ১ কেজি ২০ টাকা, করল্লা ৫০০ গ্রাম১৮ টাকা, শশা ৫০০ গ্রাম ১৫ টাকা, গাজর ৫০০ গ্রাম ২০ টাকা, চাল কুমড়া ১ টি ১৫ টাকা, মিষ্টি কুমড়া১ ফালি ১৫ টাকা, টমেটো ৫০০ গ্রাম ১৫ টাকাসহ মোট প্যাকেজের মূল্য ১৮৭.২৫ পয়সা।

এই কর্মসূচীর অন্যতম উদ্যোক্তা ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মিশু বলেন, বাজারে মানুষের ঢল দেখে আমরাই ভীত। এই পরিস্থিতিতে বাজার করাই অনেক সচেতন নাগরিকের জন্য ভয়ংকর হয়ে উঠেছে। এসকল মানুষের ভোগান্তি কমাতে, নিজের জীবন বাজি রেখে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। করোনা সংক্রমণকালীন এ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান এই ছাত্রলীগ নেতা।
আপদকালীন এই সহযোগীতা পেয়ে খুশি শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন