এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের নরুন্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নরুন্দি চকবাজারে এ মানবন্ধনের আয়োজন করে ইত্তেফাকুল উলামা জামালপুর সদর উপজেলার অন্তর্গত নরুন্দি ইউনিয়ন শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

ইত্তেফাকুল উলামা নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহাম্মদের সভাপতিত্বে ও নরুন্দি আবু বক্কর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, সহ-সভাপতি মাওলানা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ফরিদ উদ্দিন, ইত্তেফাকুল উলামা সদর উপজেলার শাখার সভাপতি মাওলানা আবুল হোসাইন, জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজি মশিউর রহমান, নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, ইত্তেফাকুল উলামা নরুন্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা জাফর আহাম্মেদ, মাওলানা হাফেজ মো. গোলাম মোস্তাফা, মুফতি আব্দুস সামাদ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা শরীফ আহাম্মেদ, হাবিবুর রহমান জামালি, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ ও হাফেজ মাওলানা মো. মোতাছিম বিল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সকল পণ্য বর্জনের জন্য সরকারের কাছে দাবি করেন। এছাড়া ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন