ফিরোজ আল মুজাহিদ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে সাত টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে করে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা বাজারে গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪ টার দিকে ওই বাজারে আগুন ধরে গেলে কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মূহর্তে¡র মধ্যে সাতটি দোকান পুড়ে যায়।
অগ্নিকান্ডে নালু মিয়া, নুরু মিয়া, সাইফুল ইসলামের মুদি দোকান,শাহজাহানের কাপরের দোকান, লিমন মিয়ার ওষুধের দোকান, বিপুল রহমানের কীটনাশকের দোকান এবং আলমাসের ওয়াকশর্প পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।