ফিরোজ আল মুজাহিদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে বেসরকারি সংস্থা ব্র্যাক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কাযার্লয়ের উদ্যোগে মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে।
বুধবারও পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেন ব্র্যাকের কর্মকতা-কর্মচারীরা।
মানুষের মধ্যে করোনা ভীতি দূর করা ও স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। তারা ৬ হাজার লিফলেট বিতরণ করবেন বিভিন্ন ইউনিয়নে।
লিফলেট বিতরণকালে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কাযার্লয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জোনায়েদ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মজিবর রহমান, ইউপিজির শাখা ব্যবস্থাপক সুরাইয়া খাতুন সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন