আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরে বকশীগঞ্জ পৌরসভার ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩ মার্চ বুধবার) দুপুরে বকশীগঞ্জ পৌর সভার কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর সভার নির্বাচিত প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর। উক্ত সভায় পৌর মেয়র তার বক্তব্য পৌরসভার উন্নয়নমুলক কাজ তোলে ধরেন তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আরো বলেন বাকি কাজগুলো শেষ করবেন বলে আশারাখেন। বাকি জীবনটুকু মানুষের সেবায় বিলিয়ে দিতে চান।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি; আবু জাফর, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, শিল্প ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর সভার সকল ওয়ার্ড কাউন্সিলর, আওয়ালীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী , ,মুক্তিযোদ্বা, সাংবাদিক, ও স্হানীয় আপামরজনসাধারণ।