এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্য়ায় ফাইনাল খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
মোড়েলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক) ফাইনাল খেলায় হোগলাবুনিয়া ইউনিয়ন ৩-২ গোলে বিজয়ী হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান প্রমূখ।