কলমে- মোল্লা হারুন উর রশীদ,
প্রতিটি জীবনের সাথে
একটি করে মন জড়িত।
প্রতিটি মনের সাথে
একটি জীবন জড়িত!
সেই মন
যদি হয় দলিত!
সেই মন
যদি হয় নির্যাতিত!
সেই মন
যদি হয় নিষ্পেষিত!
যাক সে সব কথক।
জীবনের প্রয়োজনে
জীবন আজি বড় ক্লান্ত!
হামাগুড়ি অব্দি
জীবনের শেষ প্রান্তে
জীবনটি!
বিরহের ভেলায় বড্ড ক্লান্ত!