কবি- মোজাম্মেল হক
বসে নিরালায় মনের আঙিনায়,
স্বপ্ন দেখেছি কতো,
তোমাতে আমাতে অভিন্ন দেহ,
ভাবনারও মিল হতো।
মেঘলা আকাশে চাঁদের আলো,
পড়েনি আমার চোখে,
তুমি বললেই মেনে নিয়েছি,
একবারও না দেখে।
তোমার যেখানে হাসি পেয়েছে,
যন্ত্রণা দিয়ে মিছে,
আমিও সেখানে হেসে উঠেছি,
আড়ালে আঁখি মুছে।
ভেবেছি তুমি বন্ধু আমার ,
বলেছি যন্ত্রণা যতো,
আমার কষ্টকে পুঁজি করেছো,
দিয়েছো আঘাত ততো।
এখনো আমি ভাবি নিরালায়,
নির্জনে একা বসে,
বন্ধুর পিঠে বন্ধু কিভাবে,
চাবুক চালায় কষে?
বোঝোনি তুমি বিদ্যান বন্ধু,
রমনীর মন বিচিত্র,
ফিরলে ঘরে বলবে সব-ই,
অতীত ঘটনা সচিত্র।
তুমিই আমার বন্ধু ছিলে,
বলবো এখন কাকে?
বললে সবাই বলবে রে-ভাই,
দুনিয়া ভরা মোনাফেকে।।