বিশেষ প্রতিনিধি:
নাবালক সন্তানের জমি বিক্রি করেন বাবা । দীর্ঘ ৪৪ বছর পর জাতীয় পরিচয় পত্রে জম্ম তারিখ পরিবর্তন করে বয়স বাড়িয়ে বাবার বিক্রি করা কোটি টাকার সম্পত্তি বেদখল দেওয়া ও জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরীর অভিযোগ .পাসপোর্ট নিয়েছেন। পাস পোর্ট নং বিসি-০১৭৯৯২২। ওই পাসপোর্টে জম্ম তারিখ ২-২-১৯৫৪। আরো জানা যায়, আবদুর রব মিয়া বরগুনা রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় হ’তে ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষা দেয়। সেখানে তার জম্ম তারিখ ২-২-১৯৬৫। ভোটার আইডি কার্ডে সর্ব শেষ ৫-৫-২০১৬ তারিখ পর্যন্ত তার জম্ম তারিখ ২-২-১৯৬৫। হঠাৎ করে কোটি টাকার সম্পত্তি বেদখল দেওয়ার ষড়যন্ত্রে বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সকল তথ্য গোপন করে ১৭-৮-২০১৬ তারিখ তার ইস্যুকৃত ৩০-১-২০০৮ তারিখের জাতীয় পরিচয় পত্রে তার জম্ম তারিখ ২-২-১৯৬৫ পরিবর্তন করে তৎস্থলে জম্ম তারিখ ২-২-৫৪ করেছেন। আবদুর রব মিয়ার জম্ম ১৯৬৫ সালে হলে ১৯৭২ সালে তার বয়স হয় ৭ বছর ৪ মাস ২৯ দিন। নাবালক বয়সে আদালতের অনুমতি নিয়ে তার বাবা সম্পত্তি বিক্রি করতে পারেন। অপর দিকে আবদুর রব মিয়ার জম্ম ১৯৫৪ সাল হলে ১৯৭২ সালে তার বয়স হয় ১৮ বছর ৪ মাস ২৯ দিন। তখন আবদুর রব মিয়া সাবালক হলে তার বাবা সম্পত্তি বিক্রি করতে আইনত পারেন না। এ কারনে কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার ষড়যন্ত্রে জাতীয় পরিচয় পত্রে ভুয়া তথ্য দিয়ে নতুন করে ২-২-১৯৫৪ জম্ম তারিখ দিয়ে পরিচয় পত্র করেছেন। এ ব্যাপারে আবদুর রব মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমার জম্ম তারিখ ভুল ছিল বলেই সংশোধন করেছি। বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, আমার অফিসে জাতীয় পরিচয় পত্রে জম্ম তারিখ ভুল হয়েছে মর্মে আবেদন করলে আমি তা সংশোধন করে দিয়েছি।