বিশেষ প্রতিনিধিঃ মোঃখলিলুর রহমান
বরগুনায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নাজমা (২৫) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। চালক স্বামী আল আমিন, ছেলে নাইম ও পথচারী ইবরাহিম নামে তিনজন মারাত্মক আঘাত পেয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে পরীরখাল আলিস্যার মোড় নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত নাজমা বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিশানবাড়ীয়া থেকে বরগুনার উদ্দ্যেশে ছেড়ে আসা বাস অর্থি পরিবহন মোটরসাইকেলটি ক্রস করতে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়।
বরগুনা থানার কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।