বিশেষ প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইস্রাফিলকে এক বোতল ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার (১৫ফের্রুয়ারী) বিকাল ৪-১০ মিনিট এর সময় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের এক বিশেষ অভিযানে বরগুনা স্বাধীনতা চত্বর থেকে তাকে আটক করা হয়েছে। পিআইও ইস্রাফিল একটি মটর সাইকেলে চড়ে ফেন্সিডিলি নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে ১১ ফের্রুয়ারী বরগুনা সদর উপজেলার ত্রান ও দুর্যোগ শাখার ১৩ কোটি টাকার পে অর্ডার জালিয়াতি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তিনি আমতলী থাকা কালিন অবস্থায় টেন্ডার জালিয়াতি ও অনেক প্রকল্পের কাজ না করিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। নভেম্বর মাসে বরগুনার পিআইও রনজিৎ কুমার সরকার দুর্নীতির মামলায় জেল হাজতে গেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে আমতলীর পিআ্ইও ই¯্রাফিলকে বরগুনার অতিরিক্ত দায়িত্ব দেয়। বরগুনা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বরগুনা থানায় একটি মামলা হয়েছে।