বরগুনা জেলা সংবাদদাতাঃ
বরগুনা জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নাবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলম।
বুধবার (২ আগষ্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাস্উদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিকুল ইসলাম স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান টিটু, সাধারন সম্পাদক আরিফ হোসেন ফসল,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক,রুরাল রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি সাইফুল রাফিন,সাংবাদিক ফোরামের সভাপতি জুলাস মিয়া,সাংবাদিক কল্যান ফাউন্ডেশন সভাপতি মোহেদী হাসান,সাংবাদিক ক্লাবের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন আমি বরগুনাকে স্মার্ট বরগুনা হিসেবে গড়তে তুলতে চাই, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পীযূষ কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শুভ্রা দাস,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন সহ কর্মকর্তা বৃন্দ।