ঝালকাঠি প্রতিনিধি : রবিবার ৭ ই জুলাই বরিশাল রেঞ্জের সদ্য বিদায়ী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন বরিশাল রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম ।
নবাগত ডিআইজি বরিশাল রেঞ্জ অফিসে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল রেঞ্জের সদ্য বিদায়ী ডিআইজি সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন), রেঞ্জ কার্যালয়, বরিশাল।ড. একেএম ইকবাল হোসেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল; আবু আহাম্মদ আল মামুন, কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি), ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল; মীর আশরাফ আলী, পুলিশ সুপার (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ কার্যালয়, বরিশাল; মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়, বরিশাল; কাজী ছোয়াইব, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ কার্যালয়, বরিশাল ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল; মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, পিরোজপুর; মোঃ মাহিদুজ্জামান, বিপিএম-সেবা, পুলিশ সুপার, ভোলা; মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ঝালকাঠিসহ বরিশাল রেঞ্জ কার্যালয় এবং বরিশালস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।