ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলার বরেণ্য রাজনীতিক ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ভূরুঙ্গামারীর কৃতি সন্তান শামসুল হক চৌধুরীর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শামছুল হক চৌধুরী স্মৃতি পরিষদ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্বাস্থ বিধি মেনে কোরান খানি,মিলাদ, স্মৃতি চারণ ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
শামছুল হক চৌধুরী স্মৃতি পরিষদের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে স্মৃতি চারণ ও স্বরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ জাফর আলী।
বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসি,মরহুমের জেষ্ঠ সন্তান ও উপজেলা চেয়াম্যান নূরুন্নবী চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, সরকার রকিব আহমেদ প্রমূখ।