মো: নাজমুল হুদা মানিক \ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম স্যার ২৯ জুন রাত ১২টা ৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম স্যার এর বয়স হয়ে ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভোগ ছিলেন ও বার্ধক্যজনিত কারণে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তঁার মৃত্যুতে ময়মনসিংহবাসী একজন বটবৃক্ষসম অভিভাবক হারালো। ৩০ জুন মঙ্গলবার বেলা ১১টায় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ডা. কে. আর ইসলাম, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা সিপিবি’র সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, আওয়ামীলীগ নেতা ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এডভোকেট আলহাজ্ব মো: আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার, জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত উসমান লিটন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আশরাফ হোসাইন, জেলা জাসদের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আলহাজ্ব নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, নাসিরাবাদ কলেজের শিক্ষক অধ্যাপক জালাল উদ্দিন, সুজন জেলা শাখার সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মরহুমের জেষ্ঠপুত্র ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য তানভীর আহমেদ ছিদ্দিক, শিক্ষক নেতা আলহাজ্ব সুলতান আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনরা অংশগ্রহন করেন। পরে জামালপুর জেলায় ফুলকোচা হরিনাপাই গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শোক : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশপাশি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম স্যারের মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এমপি মনিরা সুলতানা মনি‘র শোক : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম স্যারের মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য (মহিলা আসন) মনিরা সুলতানা মনি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র টিটু‘র শোক : ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র মো: ইকরামুল হক টিটু প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মুহম্মদ রিয়াজুল ইসলাম স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, মহাল আল্লাহ রাব্বুল আল-আমীন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সন্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য তানভীর আহমেদ ছিদ্দিকের পিতা নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিশিষ্ট প্রগতিশীল রাজনিতীবিদ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম স্যারের মৃত্যুতে ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। দৈনিক আলোকিত ময়মনসিংহ২৪.কম এর শোক : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম স্যার এর মৃত্যুতে দৈনিক আলোকিত ময়মনসিংহ২৪.কম এর সম্পাদক প্রদীপ ভৌমিক ও নির্বাহী সম্পাদক সাংবাদিক মো: নাজমুল হুদা মানিক গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন