স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর (উত্তর)এর পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।গত বুধ বুধবার ৭ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর এর পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাইম নির্বাচিত হন। উক্ত কমিটিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আহসান হাবীব মোনায়েম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ভুরুঙ্গামারী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য আহসান হাবীব মোনায়েম ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটি গ্রামের বীরমুক্তিযোদ্ধা ওমর আলীর সন্তান।