এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া মাদ্রাসার দরিদ্র শিক্ষক-কর্মচারী, ঈমাম, মোয়াজ্জেম, খাদেম ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা ও সদর উপজেলা শাখা। ১৫ এপ্রিল বুধবার সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সংগঠনটির কার্যালয়ে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি ও পেয়াজ ১ কেজি। ত্রাণ বিতরণকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক এস.এম আনোয়ারুল হক, যুগ্মসাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মশিউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।