মো: নাজমুল হুদা মানিক ॥ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর উদ্যোগে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ, সিরতা, চরঈশ^রদিয়া ও চরনিলক্ষিয়া ইউনিয়নে ৬ নভেম্বর দিনব্যাপী কৃষকদের মাঝে সরিষার বীজ বিতরন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এর সভাপতিত্বে পরানগঞ্জ, সিরতা, চরঈশ^রদিয়া ও চরনিলক্ষিয়া ইউনিয়নে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর বোর্ড ম্যানেজম্যান্ট সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর বৈজ্ঞানিক কর্মকর্তা সামিউল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিনা‘র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ আবুল কালাম আজাদ, উদ্ভিৎ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল মালেক, বিনা‘র প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়া চর ঈশ্বরদিয়া ইউনিয়নে বীজ বিতরণ কালে চরঈশ^রদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তফা সেলিম, যুবলীগ নেতা মোক্তার হোসেন, চরনিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে বীজ বিতরন কালে আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রশিদ, কাজী বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর বোর্ড ম্যানেজম্যান্ট সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বর্তমান সরকার বিনার মাধ্যমে খাদ্যভান্ডার সমৃদ্ধ করার জন্য শস্যবীজ উৎপাদন করে অধিক ফসল উৎপাদনের পদক্ষেপ গ্রহন করেছেন। এতে দেশ ও জাতি অনেক উপকৃত হবেন। তিনি বলেন, বিনার সুফল সাড়া দেশের মানুষ পেলেও ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বঞ্চিত ছিল। বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মহোদয়ের মাধ্যমে বিনার দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই আমি ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছি। কৃষকদের মাঝে বীজ বিতরন ও কৃষক প্রশিক্ষন কর্মসুচী বাস্তবায়ন করে চলেছি। আশা করছি বিনার মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায়ও কৃষকদের মাঝে বীজ বিতরন ও কৃষক প্রশিক্ষন কর্মসুচী বাস্তবায়ন করতে পারবো। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বিনা বর্তমানে কৃষকদের উন্নয়নে যে সাফল্যজনক পদক্ষেপ গ্রহন করেছে, এটি চলমান থাকলে ইনশাল্লাহ জাতির জনকের স্বপ্ন সোনারবাংলা বাস্তবায়ন হবে।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম অনলাইনে সভাপতির বক্তব্য প্রদান কালে বিনাকে জনগনের দোড়গোরায় সম্পৃক্ত করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিনা ম্যানেজম্যান্ট বোর্ড সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অধিকহারে কৃষিপন্য উৎপাদন দেশের খাদ্যভান্ডার সমৃদ্ধ করার জন্য কৃষকদের ভুয়সি প্রসংশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন