মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসবে পরিণত হয়েছে। মধ্যম আয়ের দেশ সমূহের যেসব শর্ত ও সূচক রয়েছে তা পূরন হয়েছে।
গতকাল ১৭ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় সুবর্ণখুলী সাবুদের হাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের নিজ অর্থায়নে সবচেয়ে দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে।
নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন, নৌকার জন্য নির্বাচন সামনে রেখে সকল ভুল-ভ্রান্তি ভুলে যেতে হবে। সকলকে আওয়ামী সরকারের উন্নয়ন গুলোকে দেখাতে হবে।
জনসভায় নারীদের স্বত্ব:স্ফুর্ত অংশগ্রহন দেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পুরুষদের তুলনায় নারীরা অনেক এগিয়ে। জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের নারীরা অনেক সুনাম অর্জন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী শিক্ষায় উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় লক্ষ্য অর্জনের নির্ধারিত সময়ের অনেক আগেই মৌলিক অধিকার গুলো নিশ্চিত করেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের সব যোগ্যতা অর্জন করেছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ৩৭ হাজার ও সাম্প্রতিক কয়েক বছর আগে শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন।
বিএনপির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এর আগেও ১০ বছর ক্ষমতায় থেকেও দেশের জন্য কিছু করতে পারে নি। ভবিষ্যতেও কিছু করতে পারবে না। তারা জনগনের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছিল। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভোটার আইডি কার্ডের মাধ্যমে জনগনের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভয় পেয়ে ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহন না করে যে জ্বালাও পোড়াও করেছে তা আর হতে দিব না। আমরা তা শক্ত হাতে প্রতিহত করবো।
আঙ্গারপাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ধীমান দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম , থানা ইনচার্জ অফিসার আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আতোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ, ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, মোস্তফা আহমেদ শাহ্, সাজেদুল হক সাজু, সফিকুল ইসলাম, আইনুল হক শাহ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী খানসামা উপজেলার গোয়ালডিহি চান্দের দহ শশ্মান ঘাটে নবনির্মিত দাহ চুল্লীর শুভ উদ্বোধন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে গোয়ালডিহি ইউনিয়ন পোষ্ট অফিস ঘরের শুভ উদ্বোধন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ হলরুমে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।